অপরাধ-আইন-আদালত

চেম্বার জজ আদালতে একদিনেই ২৬৬টি মামলা নিষ্পত্তিতে প্রশংসা কুড়িয়েছেন

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৩ , ৫:২৮:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মাত্র এক কার্যদিবসে ২৬৬টি মামলা নিষ্পত্তির মাধ্যমে রেকর্ড গড়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বুধবার (৩০ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আদালত এসব মামলা নিষ্পত্তি করেন।এদিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেম্বার আদালতের কার্যক্রম পরিচালিত হয়।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘একজন কর্মঠ বিচারকের একটা প্রকৃত উদাহরণ এটি। অন্যরা এর থেকে অনুপ্রাণিত হবেন,এটাই প্রত্যাশা থাকবে।’

তিনি আরও বলেন,ভবিষ্যতেও এটি উদাহরণ হয়ে থাকবে—কীভাবে মামলার জট কমাতে এভাবে কাজ করা যায়। মাননীয় চেম্বার বিচারপতি একটি অসাধারণ কাজ করেছেন।’

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন,একদিনে চেম্বার জজ আদালতে ২৬৬টি মামলার নিষ্পত্তি হয়েছে।আমার জানামতে,চেম্বার আদালতে এর আগে এত মামলা একসঙ্গে নিষ্পত্তি হওয়ার রেকর্ড নেই।এটি অবশ্যই প্রশংসনীয়।’

আরও খবর

Sponsered content