প্রতিনিধি ২৫ মার্চ ২০২৫ , ৩:৫০:১৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।কোনো মামলায় আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে ‘নো অর্ডার’ এলে কী বোঝাবে,সেই ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট।
ব্যাখ্যায় বলেছে, ‘নো অর্ডার’ এলে বুঝাতে হবে আবেদনকারীর ‘চাওয়া’ মঞ্জুর হয়নি।এটাও বোঝাবে যে, চেম্বার কোর্ট আদেশ বা রায়ে কোনো হস্তক্ষেপ না করেই আবেদনটি নিষ্পত্তি করেছে।
হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ ও রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে যায় মামলার সংক্ষুব্ধ পক্ষ।চেম্বার আদালত সেসব আবেদনের ওপর স্থগিতাদেশ,স্থিতাবস্থা বা ‘নো অর্ডার’ দিয়ে থাকে।এই ‘নো অর্ডারের’ বিষয়ে মামলার একেক পক্ষ একেক ব্যাখ্যা দেয়।
এমন পরিস্থিতিতে নো অর্ডারের ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়,আপিল বিভাগের চেম্বার কোর্ট থেকে বিভিন্ন মামলায়‘নো অর্ডার’ মর্মে আদেশ প্রচার হয়ে থাকে।বিষয়টির প্রকৃত অর্থ সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বিভিন্ন কর্তৃপক্ষ ও সাধারণ বিচারপ্রার্থীরা অনেক সময় অসুবিধায় পড়েন।ফলে নো অর্ডারের প্রকৃত অর্থ স্পষ্ট করা প্রয়োজন।”