ব্যবসা ও বাণিজ্য সংবাদ

চিনির দাম এক টাকাও বাড়বে না-বানিজ্য প্রতিমন্ত্রী

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৪ , ২:৪৬:২০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গতকাল বুধবার প্রতি কেজি চিনির দাম ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণ করার পরে সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।এ ব্যাপারে ক্ষমা চেয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এটা আমাদের নিজস্ব একটি ত্রুটি হয়েছে।’

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজারের পাশে পলিটেকনিক মাঠে তিনি এ কথা বলেন। রমজান মাস উপলক্ষে এদিন তিনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

চিনির পর্যাপ্ত মজুত আছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন,চিনির দাম এক টাকাও বাড়বে না।

মিল মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেকগুলো পেপারে (সংবাদপত্র) আমি দেখেছি,দুএক জায়গায় বাজারে কেউ (দাম) বাড়ানোর চেষ্টা করছে,কেউ যেন এ ধরনের অসাধু চেষ্টা না করে।মিল গেটের রেট এক টাকাও বাড়বে না রমজানের আগে।’

উৎপাদনকারীদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা কখনোই চাই না যে,পুলিশি নজরদারি করে বা ইনস্পেকশন। বাজার যদি নিজের গতিতে চলে এবং প্রতিযোগিতা যদি ঠিক মতো থাকে,তাহলে বাজারে ন্যায্য মূল্যে জিনিস পাওয়া যাবে।আমরা সেই চেষ্টাই করছি।’

আরও খবর

Sponsered content