চাকরির খবর

চাকরিপ্রার্থীদের বিসিএস পরীক্ষায় সিরিয়াল অনুযায়ী উত্তর করতে হবে

  প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ৪:১৯:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর করতে হতে পারে চাকরিপ্রার্থীদের। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকে এটি বাস্তবায়ন করা হতে পারে বলে জানা গেছে।

আজ সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

পিএসসি বলছে,বিসিএসের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ ধাপ বিবেচনা করা হয় লিখিত পরীক্ষাকে।পরীক্ষা যথাসময়ে শেষ হলেও লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করতে বেশ সময় লাগে।এর কারণ খুঁজতে গিয়ে পরীক্ষার্থীদের প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর না লেখাকে দায়ী করছেন পরীক্ষকেরা।এটি সমাধান করতে ৪৬তম বিসিএস থেকে প্রশ্নের সিরিয়াল অনুযায়ী খাতায় উত্তর লেখার নির্দেশনা দেওয়া হতে পারে।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, একটি বিসিএসের কার্যক্রম দ্রুত শেষ করতে হলে লিখিত অংশের খাতা মূল্যায়ন দ্রুত শেষ করতে হবে।আমরা পরীক্ষকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।পরীক্ষার্থীরা প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তর লিখলে পরীক্ষকদের খাতা মূল্যায়ন করতে সুবিধা হয়।সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হতে পারে।

জানা গেছে,চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষায় যে উত্তর লেখেন, তা প্রশ্নের নাম্বার অনুযায়ী থাকে না।কেউ এক নাম্বার প্রশ্নের উত্তর লেখা শেষ করে সাত নাম্বার প্রশ্নের উত্তর লেখেন। আবার আরেক প্রার্থী প্রথমে সাত নাম্বার প্রশ্নের উত্তর লিখে পরবর্বীতে অন্য প্রশ্নের উত্তর লেখেন।সিরিয়াল না থাকায় পরীক্ষককে বেগ পোহাতে হয়।পরীক্ষকেরা বলছেন,যদি পরীক্ষার্থীরা সিরিয়াল ব্রেক না করে ক্রমিক নাম্বার অনুযায়ী প্রশ্নের উত্তর লিখতেন,তাহলে খাতা দেখতে সুবিধা হতো। সময়ও কম লাগত।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন,৪৬তম বিসিএস থেকে পরীক্ষার্থীদের প্রশ্নের সিরিয়াল অনুযায়ী লিখিত পরীক্ষার উত্তর খাতায় লিখতে হবে। তবে কোনো পরীক্ষার্থী যদি একান্তই সেটি না পারে,তাহলে তাকে প্রশ্নের সিরিয়াল অনুযায়ী খাতায় জায়গা রাখতে হবে। অর্থাৎ আপনি এক নাম্বার প্রশ্নের উত্তর লেখার পর মনে হলো- সাত নাম্বার প্রশ্নের উত্তর লিখবেন,তাহলে আপনাকে ২ থেকে ৬ নাম্বার প্রশ্নের উত্তর লেখার জন্য খাতায় জায়গা ফাঁকা রাখতে হবে।

ওই কর্মকর্তা আরও বলেন,যখন পরীক্ষার্থীরা প্রশ্নের সিরিয়াল অনুযায়ী খাতায় উত্তর লিখবেন,তখন একজন পরীক্ষকের জন্য খাতা মূল্যায়ন করা সহজ হয়ে যাবে।কেননা কোন প্রশ্নের উত্তর কেমন হবে তার একটি ধারণা পরীক্ষকের কাছে চলে আসবে।এতে সময় কম লাগবে।মূলত লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের সময় কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content