সারাদেশ

চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি হোরোইন উদ্ধার

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২৩ , ১:৪৪:৫৪ প্রিন্ট সংস্করণ

0Shares

চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রামে একটি বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হোরোইন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় এ অভিযান চালানোর কথা জানিয়েছে বিজিবি।

অভিযানে নেতৃত্ব দেওয়া বিজিবির চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন,ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাওয়া শ্যামলী এন আর পরিবহনের একটি বাস বিএমএ গেইটের সামনে থামিয়ে তল্লাশি করা হয়।

“ব্যাটালিয়নের প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে তল্লাশি করে বাসের ভেতরে মালামাল রাখার ক্যারিয়ারে একটি কালো ব্যাগ থেকে ১ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।”

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, ঘটনাটি তারা তদন্ত করছেন।

গত ৯ জুলাই একই এলাকায় এক কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছিল বিজিবি।এর মাসখানেক আগে ৬ জুন সীতাকুণ্ডের তেতুলতলা এলাকায় কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি হেরোইন জব্দ করা হয়।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares