অপরাধ-আইন-আদালত

ফুলবাড়ীয়ায় বীরমুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

  প্রতিনিধি ৫ মে ২০২২ , ৫:৫৩:২৬ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ীয়া( ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তোফাজ্জল গংদের বিরুদ্ধে। ঘঠনাটি ঘটেছে উপজেলার কালাদহ ইউনিয়নের শিবরামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। জানা যায়, তোফাজ্জল একই এলাকার আকবর আলীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র মতে, স্কুল প্রাঙ্গনে থাকা স্কুলের মালিকানাধীন জমিতে ঈদের দিন সকালে তোফাজ্জল সহ তার সাঙ্গু পাঙ্গুরা জবরদখল করে ধানের ফসল কাটতে থাকলে স্থানীয় মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন সহ সচেতন মহল বাধা প্রদান করতে গেলে ঘটনার এক পর্যায়ে তোফাজ্জল দা দিয়ে জয়নাল আবেদীনের মাথা লক্ষ্য করে কুপ দিতে গেলে তিনি আত্মরক্ষার্থে হাত দিয়ে প্রতিহত করলে মারাত্মক জখম হয় জয়নাল আবেদীনের ডান হাত। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার কামনা করেন।
স্থানীয়রা বলছেন, ঘটনার সাথে সংশ্লিষ্ট জমি যা স্কুল কর্তৃপক্ষের মালিকানাধীন। এখানে কেউ জবরদখল করতে আসলে বিদ্যালয়ের সভাপতি হিসাবে মুক্তিযুদ্ধা অবশ্যই বাধা সৃষ্টি করবে। এমতাবস্থায় তাকে আক্রমণ করা নিশ্চয়ই সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল। জয়নাল আবেদীন একজন মুক্তিযুদ্ধা তার উপর আক্রমণ কোন ভাবেই মেনে নেওয়ার মতো না। তখন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ন্যায় বিচার কামনা করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার সকালে জমিতে ধান কাটতে দেখে বাধা সৃষ্টি করতে গেলে তোফাজ্জল গং রা তার উপরে দা দিয়ে আক্রমণ করতে আসে, আব্দুর রাজ্জাক আত্নরক্ষায় সরে গেলে মারাত্মক জখম হন তার পাশে থাকা মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় তিনি এমন ঘটনার নিন্দা ও আইনগত সিদ্ধান্ত কামনা করেন।

জয়নাল আবেদীনের উপর আক্রমণকারী তোফাজ্জল হোসেন বলেন, মুক্তিযুদ্ধাকে কোন আঘাত করা হয়নাই, সে অভিনয় করে হাসপাতালে আছে। মুলত তারাই তোফাজ্জলকে লাঠি দিয়ে আঘাত করেছে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন বলেন, এ ব্যপারে মুক্তিযুদ্ধার পক্ষে প্রধান শিক্ষক অভিযোগ করেছেন, এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content