অপরাধ-আইন-আদালত

গাজীপুরে তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে

  প্রতিনিধি ৩০ মার্চ ২০২৩ , ২:০৭:১৪ প্রিন্ট সংস্করণ

গাজীপুর জেলা প্রতিনিধি।।গাজীপুর জেলার কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর থানার তিন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম।

এরআগে, গতকাল মঙ্গলবার গাজীপুর পুলিশ সুপার স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসিদের বদলি করা হয়।

গাজীপুর এসপি অফিস সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমানকে প্রত্যাহার করে লাইন ওয়ার হিসেবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমানকে কালীগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার ওসি মনিরুজ্জামানকে জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় বদলি করা হয়েছে। তার জায়গায় কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিমকে শ্রীপুর থানায় দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content