আন্তর্জাতিক

গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী

  প্রতিনিধি ১ মার্চ ২০২৪ , ৪:৫৬:০৭ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।অবরুদ্ধ গাজা উপত্যকায় গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী।এই হামলায় খাবারের জন্য অপেক্ষায় থাকা ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৭৬০ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি আহত হয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

১১২ জন নিহত এবং ৭৬০ জন আহতের পরিসংখ্যান উল্লেখ করে ইসরায়েলকে ‘গণহত্যার’ জন্য অভিযুক্ত করেছে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিন্তু ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার বিষয় অস্বীকার করে ইসরায়েলি বাহিনী বলছে,সতর্ক করার জন্য ট্যাংক গুলি ছুড়েছিল। ত্রাণ বহরে হামলা চালায়নি ইসরায়েলি বাহিনী।

সেখানে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিরা বলছেন, খাবারের জন্য অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ঘটনাস্থলে উপস্থিত থাকা এক ফিলিস্তিনি বিবিসিকে বলেন, নিহতদের সবাই ত্রাণবাহী ট্রাকের দিকে যাচ্ছিলেন।আর ট্রাক চালকও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন সময় গুলি চালায় ইসরায়েলি বাহিনী।

ওপর থেকে নেওয়া চিত্রে দেখা গেছে,খাবারের জন্য ত্রাণবাহী ট্রাক ঘিরে আছেন শত শত ফিলিস্তিনি।সেখানে ত্রাণবাহী ট্রাক খালি পড়ে আছে।আর নিহতদের একটি গাধার গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রতিবেদন থেকে জানা গেছে,দক্ষিণ গাজার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের উপকূলীয় এলাকায় ত্রাণ বহরের দিকে ছুটে যায় ক্ষুধার্ত ফিলিস্তিনিরা।তখন খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনীরা। এই হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই ঘটনার আলোচনার জন্য জরুরিভিত্তিতে বৈঠক ডেকেছে জাতিসংঘ।

আরও খবর

Sponsered content