আন্তর্জাতিক

৮ই ফেব্রুয়ারি মসৃণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসলামাবাদকে অভিনন্দন জানিয়েছে-বেইজিং

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:৫৩:৫০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানে রাজনৈতিক দলগুলো সহযোগিতার মাধ্যমে নতুন সরকার গঠন করতে পারবে বলে আশাবাদী চীন।একই সঙ্গে ৮ই ফেব্রুয়ারি মসৃণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসলামাবাদকে অভিনন্দন জানিয়েছে বেইজিং। তারা বলেছে,চীন ও পাকিস্তান যেকোনো পরিস্থিতিতে কৌশলগত সহযোগী অংশীদার।উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।এ মাসে ১২তম জাতীয় নির্বাচন হয় পাকিস্তানে।সেই নির্বাচনে প্রায় ৬ কোটি ৬ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে সবাইকে পিছনে ফেলে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রথম হয়েছেন।দ্বিতীয় অবস্থানে নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) এবং আসিফ আলি জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তৃতীয় স্থানে রয়েছে।পিএমএলএনে কিছু প্রার্থী যোগ দেয়ার ফলে রাজনৈতিক দলগুলো সরকার গঠনের তোড়জোর শুরু করেছে।পরবর্তী সরকার গঠনের জন্য সমঝোতা প্রক্রিয়া চলমান পিপিপি এবং পিএমএলএনের মধ্যে।

অন্যদিকে শুরুতে পিটিআই বলেছিল তারা বিরোধী আসনে বসবে।সরকারের কোনো অংশ হবে না।

কিন্তু সোমবার দলটি ঘোষণা দিয়েছে,তাদের স্বতন্ত্র প্রার্থীরা।যোগ দেবেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে। এসআইসি এবং মজলিশ ওয়াহদাতে মুসলিমিনকে (এমডব্লিউএম) সঙ্গে নিয়ে তারা সরকার গঠন করবে। এর প্রেক্ষিতে সোমবার নিয়মিত ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন,আমরা লক্ষ্য করেছি পাকিস্তানে শান্তিপূর্ণ ও মসৃণভাবে নির্বাচন হয়েছে।আমরা অভিনন্দন জানাই।ঘনিষ্ঠ এবং প্রতিবেশী বন্ধু হিসেবে চীন পাকিস্তানের জনগণের পছন্দকে পূর্ণাঙ্গভাবে শ্রদ্ধা করে। আন্তরিকভাবে আশা করে নির্বাচনের পর রাজনৈতিক সংহতি এবং সামাজিক স্থিতিশীলতাকে সমুন্নত রাখতে পাকিস্তানের সংশ্লিষ্ট দলগুলো একসঙ্গে কাজ করবে। তিনি আরও জানান, প্রচলিত বন্ধুত্ব,বিভিন্ন ক্ষেত্রে চর্চিত সহযোগিতা নিয়ে প্রচলিত সম্পর্ককে গড়ে তুলতে ইসলামাবাদের সঙ্গে কাজ করার আশা করে বেইজিং।পাকিস্তান ও চীনের জনগণের মধ্যে ভবিষ্যৎ অভিন্ন সম্পর্কের একটি নতুন যুগের প্রত্যাশা করে।

আরও খবর

Sponsered content