শিক্ষা

গবেষণা প্রোগ্রাম অংশ নিতে তুরস্কে যাচ্ছেন ইবির ২ শিক্ষার্থী

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২২ , ৩:১৩:৩৩ প্রিন্ট সংস্করণ

ইবি প্রতিনিধি।।এরাসমাস গবেষণা প্রোগ্রাম অংশ নিতে তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২ শিক্ষার্থী।তারা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু হুরাইরা ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল আমিন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সেলের পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ।

এ বিষয়ে তিনি বলেন,আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে তারা তুরস্কে যাবেন এবং আগামী ২৩ ফেব্রুয়ারি ইরাসমাস গবেষণা প্রোগ্রাম শুরু করবেন।৪ মাসের গবেষণা প্রোগ্রাম সম্পন্ন করে পুনরায় তারা তাদের গন্তব্যস্থলে ফিরে আসবেন।

এরাসমাস গবেষণা প্রোগ্রামের বিষয়ে শিক্ষার্থী আবু হুরাইরা বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ রকম সুযোগের মধ্য দিয়ে আমরা গবেষণার কাজে আরও আগ্রহী হতে পারবো বলে আমি মনে করি।

আরও খবর

Sponsered content