শিক্ষা

National Law College (জাতীয় আইন কলেজ) ভর্তি বিষয়ক তথ্যঃ

  প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ১১:১২:২৬ প্রিন্ট সংস্করণ

National Law College
(জাতীয় আইন কলেজ)

ভর্তি বিষয়ক তথ্যঃ

ভর্তি বা আবেদনের ন্যূনতম যোগ্যতা:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতীয় আইন কলেজে বি. এ/ বি, এস, এস/বি, এস, সি / বি কম/ অনার্স (সম্মান) /বি.বি.এ অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীগণই এল এল, বি তে অধ্যয়ন করতে পারে।

এস.এস.সি হতে স্নাতক পর্যন্ত যে কোন একটিতে দ্বিতীয় বিভাগ বা সম মান সিজিপিএ থাকা প্রয়োজন। বিশেষ করে, ডিগ্রী (পাস) বা অনার্স (সম্মান) পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর বা সিজিপি ২.০০ থাকতে হবে।

১) এস.এস.সি (S.S.C) পাশের মুল সার্টিফিকেট ও মার্কসীট ও তার ফটোকপি – ২ সেট

২) এইচ. এস. সি (H.S.C) পাশের মুল সার্টিফিকেট ও মার্কসীট ও তার ফটোকপি – ২ সেট

৩) ডিগ্রী বা সমমানের পরীক্ষা (Hons./Degree) মুল সার্টিফিকেট ও মার্কসীট ও তার ফটোকপি – ২ সেট

৪) (চার) ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি,

৫) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,

আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে।

যে কোন বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা ছাত্র-ছাত্রী এল. এল.বি তে ভর্তি হতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য যে কোন বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি/অনার্স পাশ করে থাকলে তা মাইগ্রেশন সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে

বাংলাদেশ ব্যতীত অন্য যে কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি/অনার্স পাশ করে করে থাকলে সেক্ষেত্রে সমতা নিরুপন সার্টিফিকেট জমা দিতে হবে।

অফিস চলাকালীন সময়ে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে মাসিক বেতন নেয়া হয়। ছাত্র-ছাত্রীদেরকে কলেজের সকল নিয়ম কানুন, বিশ্ববিদ্যালয়ের সকল বিধি বিধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল আইন কানুন মেনে চলতে হবে।

ভর্তির নিয়মাবলি ও ফি:

প্রথমেই কলেজ ভবনের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে তা যথারীতি পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি ইত্যাদিসহ অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র যথাযথভাবে বিবেচনা করে সন্তুষ্টির ভিত্তিতে কলেজ ভর্তি কমিটি কর্তৃক প্রার্থীকে ভর্তির অনুমতি প্রদান করা হবে। প্রয়োজনবোধে কলেজ ভর্তি কমিটি বাছাই পরীক্ষার (মৌখিক/লিখিত) ব্যবস্থা করতে পারেন। কলেজ কর্তৃপক্ষ কর্তৃক চূড়ান্ত অনুমতি দেয়ার পর অফিসের হিসাব বিভাগে যোগাযোগ করে ভর্তির নির্ধারিত সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে। ভর্তির সময় দিবা/নৈশ যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক তা ভর্তি ফরমে উল্লেখ করতে হবে।

প্রতিটি ছাত্র-ছাত্রীকে কলেজ টেষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ৭৫% ক্লাশে উপস্থিত থাকতে হবে।

শিক্ষাবর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য :

এল এল. বি প্রথম পর্বে ভর্তি ও রেজিস্ট্রেশন ফি ৭,৭০০/- (সাত হাজার সাতশত) টাকা,

শেষ পর্বে ভর্তি ৮,৮০০/- (আট হাজার আটশত) টাকা,

মাসিক বেতন ৭০০/- (সাতশত) টাকা (প্রথম পর্বে)

এবং কলেজ হইতে প্রশংসাপত্র বা ছাড়পত্রের জন্য ৮০০/- (আটশত) টাকা ফি জমা প্রদান করতে হবে।

কলেজ বাৎসরিক পরীক্ষার ফি বিষয় প্রতি ১০০ টাকা মাত্র। (পরিবর্তিত হতেও পারে)

অন্যন্য যাবতীয় ফি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত হইবে।

কাগজপত্রের বিবরণ:

আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র ও ছবি জমা দিতে হবে-

(ক) S.S.C পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্র (২ কপি করে)

(খ) H.S.C পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্র (২ কপি করে)

(গ) ডিগ্রী/অনার্স পরীক্ষার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্র (২ কপি করে)

(ঘ) ছবি: পাসপোর্ট সাইজ (৪ কপি করে),

(ঙ) জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ১ কপি

(প্রার্থী যদি জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী/অনার্স পাস করে থাকে সে ক্ষেত্রে)

*(চ) মাইগ্রেসান সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি (২ কপি)

*(প্রার্থী যদি দেশের বাইরের বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী/অনার্স পাস করে থাকে, তাহলে সমতা নিরূপণ সার্টিফিকেট কলেজে জমা দিতে হবে)

বি.দ্র.: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একই সময়ে দুইটি কোর্স করা যাবে না। উক্ত শর্ত ভংগ করলে শিক্ষার্থীর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গন্য হবে। বিস্তারিত জানার জন্য কলেজ অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

পাঠ্যসুচী:

এলএলবি প্রথম বর্ষে ৭টি কোর্স, এবং দ্বিতীয়বর্ষে ০৮টি কোর্স। প্রতিটি কোর্স একশত নম্বরের ৪.০০ ঘন্টার পরীক্ষা। অতপর কর্মসূচীর কার্যক্রমের মোট নম্বর ১৫০০। প্রতিটি বিষয়ের শেষে প্রশ্ন বন্টন এবং নম্বর বন্টন দেখানো হয়েছে। উল্লেখ করা যেতে পারে আইনের মৌলিক কোর্স পাঠ্যপুস্তককে প্রভাবিত করে ।

এলএল বি (পাস) কোর্স
এই কর্মসূচী পরিকল্পনা করা হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য, যারা আইন ছাড়া যে কোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রী (অনার্স/পাস) শেষ করেছেন। একজন ল (পাস) ডিগ্রী সংরক্ষনে উক্ত ডিগ্রী পাস করে ০২ বছরের জন্য উহার গ্রেডিং পদ্ধতিতে ৪০% পাস মার্ক হিসাবে ধরা হয়েছে। ইউনির্ভাসিটি গ্রান্ড কমিশন অব বাংলাদেশ কর্তৃক উক্ত গ্রেডিং পদ্ধতির পরিকল্পনা চালু করা হয়েছে যাহা নিম্নে বর্ণনা করা হলো।

আরও খবর

Sponsered content