রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্হ্য একেবারে ভালো; একেবারে খারাপ কোনোটিই বলা সম্ভব নয়-মেডিকেল বোর্ডের সদস্য, জাহিদ

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ৫:৪৪:২৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর কমলেও তার শারীরিক অবস্থা আগের মতোই।খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানান,খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভালো-মন্দ নিয়ে এখনই বলার সময় আসেনি।একেবারে ভালো; একেবারে খারাপ কোনোটিই বলা সম্ভব নয়।’

মঙ্গলবার (১৫ আগস্ট) জাহিদ হোসেন জানান, অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে অন্যান্য জটিলতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা।তবে ফুসফুসে পানি জমে স্বাস্থ্যের অবনতি হলে মেডিকেল বোর্ডের সুপারিশে সিসিইউ সুবিধাযুক্ত কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিকেল বোর্ডের আরেক সদস্য জানান,প্রতিদিনই খালেদা জিয়ার স্বাস্থ্যের একাধিক পরীক্ষা-নিরীক্ষা এবং সে অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।লিভারের মতো জটিল সমস্যার শতভাগ চিকিৎসা এদেশে সম্ভব নয়।এরপরও বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে।রক্তের হিমোগ্লোবিন,প্রেসার,ডায়বেটিসসহ স্বাস্থ্যের প্রায় সবক’টি প্যারামিটারই উঠানামা করছে।অ্যান্টিবায়োটিক দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।এ পর্যন্ত যেসব টেস্টের ফলাফল এসেছে,কয়েকটিতে বোর্ড উদ্বিগ্ন।খালেদা জিয়াকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

গত ৮ আগস্ট সন্ধ্যায় খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।সাবেক এ প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস,ডায়াবেটিস,চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।হাসপাতালে তার সঙ্গে আছেন গৃহপরিচারিকা ফাতেমা আক্তার ও স্টাফ রূপা।মাসুদ নামের নিরাপত্তারক্ষী গুলশানের বাসা ফিরোজা থেকে খাবার নিয়মিত হাসপাতালে পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content