রাজনীতি

খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৩ , ৪:৩৬:১৮ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে এক ব্যক্তি প্রবেশের চেষ্টাকালে এক যুবককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।পরে তাকে ভাটারা থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত ওই যুবকের নাম মো. সুজন।

শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটার পর সোয়া ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসাইন আটকের বিষয়টি  নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘সুজন নামের এক যুবক হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন।পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

 

এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এভারকেয়ার হাসপাতালে অজ্ঞাত এক যুবক বেগম জিয়ার চিকিৎসকের কাছে গিয়ে জানায়- খালেদা জিয়ার সঙ্গে আমি দেখা করতে চাই, দেখা করা যাবে কি না।পরে তাকে আটক করে থানায় দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।’

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares