প্রতিনিধি ৬ জুন ২০২৪ , ৪:৩১:১৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কোনো ফটকা কারবারে যুক্ত হলে বা শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক বা বাইরের প্রভাব খাটালে চাকরি হারাবেন।এমপিও স্থগিত হবে।এমন সব বিধান যুক্ত করে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ,শৃঙ্খলা ও আপীল বিধিমালা-২০২৪’ এর খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ বিধিমালা প্রকাশ করা হয়।
বিধিমালা অনুযায়ী এখন থেকে প্রকাশ্যে রাজনৈতিক বা অন্য কোনো বহিঃপ্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানে খাটানো যাবে না বা এই প্রভাব খাটাতে সহযোগিতাও করা যাবে না।অভ্যাসগত ঋণগ্রস্ত হওয়া যাবে না।কোনো শিক্ষক তার পদ মর্যাদার জন্য সম্মান হানিকর কোনো কাজে যুক্ত হতে পারবেন না।আদালতের কোনো রায় বা সরকারের কোনো নীতির বা সিদ্ধান্তের বিরোধিতা বা প্রকাশ্যে সমালোচনা করা যাবে না।গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের সমালোচনাও করা যাবে না।
প্রকাশিত খসড়ায় আরো বলা হয়েছে,শিক্ষকরা প্রকাশ্য আয়ের সঙ্গে সংগতিবিহীন জীবনযাপন করতে পারবেন না।সরকারের লিখিত অনুমতি ব্যতীত কোনো ধরনের চাঁদা বা তহবিল সংগ্রহে যুক্ত হতে পারবেন না।সহকর্মী বা উধর্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলেও শাস্তি পেতে হবে।












