অপরাধ-আইন-আদালত

কিশোরগঞ্জে বাসস্ট্যান্ডে পরিবহন মালিকদের দুই গ্রুপের সংঘর্ষ

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৩ , ৪:৫২:৩৫ প্রিন্ট সংস্করণ

কিশোরগঞ্জ প্রতিনিধি।‌।কিশোরগঞ্জ আন্তঃজেলা বাসস্ট্যান্ডে পরিবহন মালিকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। একপক্ষের জোরপূর্বক বাস চালানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় প্রায় এক ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিবহন মালিকদের একটি গ্রুপ অনন্যা সুপার পরিবহন লিমিটেড নামে নতুন একটি বাস সার্ভিস চালু করতে বাস স্ট্যান্ডে যায়।অপর একটি গ্রুপ তাদেরকে বাধা দেয়।এ সময় দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হন।ঘটনার সময় একটি বাস ভাঙচুর করা হয়।

জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক হেলাল উদ্দিন মানিক জানান,অনন্যা সুপার পরিবহনের মোট মালিক ৬৯ জন।অথচ শাহজাহান লস্করের নেতৃত্বে ৮ জন মালিক গোপনে এই সার্ভিসটির নাম পরিবর্তন করে জয়েন্ট স্টক কোম্পানী থেকে অনন্যা সুপার পরিবহন লিমিটেড নামকরণ করেন।তারা নতুন এই সার্ভিসটি বাস স্ট্যান্ড থেকে জোরপূর্বক চালু করতে গেলে মালিক ও শ্রমিকরা বাধা দেন।

নতুন এই সার্ভিসের বিরুদ্ধে বেশিরভাগ মালিক অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

হেলাল উদ্দিন মানিক আরও জানান,বাসস্ট্যান্ড কর্তৃপক্ষ,মালিক সমিতি ও ঢাকা মালিক সমিতি এই তিন সেক্টর মিলে পরিবহন সেক্টর নিয়ন্ত্রিত হয়।এখানে যে কেউ ইচ্ছা করলেই জোরপূর্বক কিছু করার সুযোগ নেই।

তবে মালিকদের অপর একটি গ্রুপের নেতা শাহজাহান লস্কর জানান,একটি গ্রুপ জোরপূর্বক কাউন্টার দখল করে বাস চালাচ্ছে।সমঝোতার ভিত্তিতেই নতুন বাস সার্ভিসটি আজ রবিবার থেকে বাসস্ট্যান্ডের বাইরে থেকে চলাচলের কথা ছিল।কিন্তু তারা বাধা দিয়ে বন্ধ করে দেয় এবং তিনজনকে পিটিয়ে আহত করেছে। এসময় একটি বাস ভাঙচুর করেছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।কিছুদিন পর পরই বাসস্ট্যান্ডে দুইপক্ষের কলহ কোন্দল হচ্ছে।

 

আরও খবর

Sponsered content