আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্য আলোচনার ঝড়

  প্রতিনিধি ১ মে ২০২৫ , ৪:৩২:৩৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাধারণত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না। তবে সাম্প্রতিক সময়ে তার কাশ্মীর নিয়ে মন্তব্য শুধু পাকিস্তানেই নয়,বরং সীমান্তের ওপারে ভারত এবং বিশ্ব কূটনৈতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে।এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিবিসি।

সেনাপ্রধান বলেছিলেন,পাকিস্তানের অস্তিত্ব একটি অতুলনীয় সংগ্রাম এবং ত্যাগের ফলাফল।এটি রক্ষা করা সেনাবাহিনীর কর্তব্য।আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান সৃষ্টির জন্য যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন,তা কীভাবে রক্ষা করতে হয়,আমরা জানি।

কাশ্মীর হামলায় ২৬ জন নিহত হওয়ার কয়েক দিন আগেই তিনি এই মন্তব্য করেন।যদিও এই মন্তব্যের সঙ্গে হামলার সরাসরি কোনো যোগসূত্র নেই,তবে বিশ্লেষকরা মনে করছেন,তার বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানে এক ধরনের আক্রমণাত্মক সুর পরিলক্ষিত হয়েছে।

ভারত ও পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে,কিন্তু অংশবিশেষ নিয়ন্ত্রণ করে।১৯৪৭ সালের দেশভাগের পর থেকেই কাশ্মীর অঞ্চলটি দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু।

জেনারেল মুনির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচিত।এছাড়া দেশটিতে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ,সরকার গঠন ও পতনের ইতিহাস দীর্ঘদিনের।

ভারতের সঙ্গে যখন উত্তেজনা আবার মাথাচাড়া দিচ্ছে,তখন একটি পরমাণু শক্তিধর অঞ্চলের নেতৃস্থানীয় সেনাপ্রধান হিসেবে তার বক্তব্য ও অবস্থান আন্তর্জাতিকভাবে নজর কাড়ছে।

আরও খবর

Sponsered content