অপরাধ-আইন-আদালত

কলাপাড়ায় এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ২:৪৭:৪১ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের সড়কে আলাউদ্দিন মিয়া (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাতটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আলাউদ্দিন পেশায় রং মিস্ত্রী ও নয়াপাড়া গ্রামের মুজাফফর আহমেদ মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজ হোসেন জানান, নিহত আলাউদ্দিনের লাশ রাস্তার উপর পড়েছিলো। তা‍ঁর গলার পিছনে কোপ দিয়ে অর্ধেকের বেশি কেটে ফেলে। মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। বালিয়াতলী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির জানান, জমি নিয়ে নিহত আলাউদ্দিনের সাথে তাঁর চাচাতো ভাই ও ভাইয়ের ছেলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। আর ঘটনাস্থলে নিহতের ভাতিজা নজরুল ইসলাম নান্নুর মোবাইল পাওয়া গেছে। তবে কারা এ হত্যায় জড়িত এখনও বিষয়টি নিশ্চিত হতে পারেন নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। কেনো কী কারনে তারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাঁরা ঘটনাস্থলে রয়েছেন।

আরও খবর

Sponsered content