জাতীয়

কবিরুল ইজদানী খানকে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ৫:৩৯:৩০ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।প্রশাসনে একজন অতিরিক্ত সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।একজন যুগ্মসচিব ও কয়েকজন উপসচিবের দপ্তর বদল করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,অবসর-উত্তর ছুটি ভোগরত অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানকে তার অবসর-উত্তর ছুটি ও অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে এক বছরের জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।গত ১৩ নভেম্বর থেকে তার এ নিয়োগ কার্যকর হবে। পৃথক আদেশে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মিজানুর রহমানকে যুগ্মসচিব হিসাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে ওএসডি উপসচিব বিদর্শী সম্বৌধি চাকমাকে বাংলাদেশ রাবার বোর্ড,তাসনুভা নাশতারানকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর,মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শহিদুল ইসলাম চৌধুরীকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আল আমীনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক আদেশে ওএসডি সিনিয়র সহকারী সচিব মেহেদী হাসানকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares