জাতীয়

এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

  প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১২:৫৬:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সরকারি প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (EDCL)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৩০ কোটি টাকার আর্থিক চুক্তির অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে, ডা. হাসান শাহরিয়ার কবির ওই পদে বসার উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহলের সঙ্গে এই চুক্তিতে জড়ান।

সূত্রের দাবি অনুযায়ী,চুক্তির অংশ হিসেবে মোট ৩০ কোটি টাকার মধ্যে ১৬ কোটি টাকা চেকের মাধ্যমে অগ্রিম প্রদান করা হয়।বাকি ১৪ কোটি টাকা নিয়োগ কার্যকর হওয়ার পর দেওয়ার কথা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে পরবর্তীতে অভিযোগ ওঠে,যাদের সঙ্গে ডা. হাসান শাহরিয়ার কবির চুক্তি করেছিলেন,তারা তাকে প্রতারণার শিকার করেন।অভিযোগ অনুযায়ী,সংশ্লিষ্ট মহল প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ‘খলিল’ নামের এক কর্মকর্তার স্বাক্ষর জাল করে কিছু ভুয়া সরকারি চিঠি ও নথি তৈরি করে ডা. হাসানকে দেখায়।

এদিকে সরকারি নথি ও প্রজ্ঞাপন অনুযায়ী,এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন মোঃ আঃ সামাদ মৃধা।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী,তিনি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ পদে নিয়োগপ্রাপ্ত হন। EDCL-এর অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সরকারি সূত্রেও তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে,ডা. শাহরিয়ার কবির হাসান একজন ইউরোলজিস্ট এবং বর্তমানে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট (NIKDU)-এ সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

নথি নম্বর ৯.০০০.০০০০৯২.৪০৪-২৭ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে,সাম্প্রতিক সময়ে এসেনসিয়াল ড্রাগসের এমডি হিসেবে অন্য কোনো ব্যক্তির নিয়োগ সংক্রান্ত বৈধ সরকারি আদেশ প্রকাশিত হয়নি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযোগের সত্যতা যাচাই ও সম্ভাব্য জালিয়াতির বিষয়টি খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

আরও খবর

Sponsered content