সারাদেশ

এসএ গ্রুপের এমডি এম সাহাবুদ্দিনের দম্পতির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ১৪ মার্চ ২০২৩ , ৬:১১:৫৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ১১২ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় এসএ গ্রুপের এমডি এম সাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।মঙ্গলবার চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এর আদালত এ আদেশ দেন।

সাহাবুদ্দিন আলম মার্কেন্টাইল ব্যাংকের সাবেক পরিচালক ছিলেন বলে সমকালকে আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

আদালত সূত্রে জানা যায়,সোলেনামা সূত্রে ১১২ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার টাকা খেলাপি ঋণ আদায়ের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড ২০২২ সালের ২২ নভেম্বর অর্থঋণ জারি মামলা করেন।

ঋণের বিপরীতে কোনো সম্পত্তি ব্যাংকের কাছে দায়বদ্ধ নেই। দীর্ঘ ১০ বছরের পুরনো খেলাপি ঋণ পরিশোধের বিষয়ে ঋণ খেলাপিরা সোলেনামা স্বাক্ষর করলেও টাকা পরিশোধ করছেন না।তাই এ ঋণ খেলাপিরা দেশত্যাগ করায় হাজার কোটি টাকার খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে।আগামী ২৩ মার্চ সাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে পাসপোর্ট আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত,২০১৩ সালে খেলাপি ঋণ আদায়ে তাদের বিরুদ্ধে অর্থঋণ মামলা দায়ের করেছিল ব্যাংক।

আরও খবর

Sponsered content