শিক্ষা

এসএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে-শিক্ষা মন্ত্রণালয়

  প্রতিনিধি ১ জুলাই ২০২৪ , ৬:০৬:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নতুন শিক্ষাক্রমের এসএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার বিকেলে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির বৈঠকে এটি চূড়ান্ত করা হয়।

নতুন পদ্ধতি অনুযায়ী ৭টি স্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।এগুলো হলো অনন্য,অর্জনমুখী,অগ্রগামী,সক্রিয়, অনুসন্ধানী,বিকাশমান এবং প্রারম্ভিক।প্রতিটি বিষয়ে ৬৫ শতাংশ লিখিত এবং ৩৫ শতাংশ দক্ষতা ভিত্তিক মূল্যায়ন হবে।

প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে ৫ ঘন্টা করে।এর মধ্যে দুই ঘণ্টা হবে লিখিত মূল্যায়ন।বাকি ৩ ঘণ্টায় শিক্ষার্থীরা সারাবছর যে ব্যবহারিক কাজ করবে তার উপরে মূল্যায়ন করা হবে।

নতুন শিক্ষাক্রম:-যেভাবে হবে শিক্ষার্থীদের মূল্যায়ননতুন শিক্ষাক্রম: যেভাবে হবে শিক্ষার্থীদের মূল্যায়ন
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদেরকেও একই পদ্ধতিতে মূল্যায়ন হবে।

নতুন পদ্ধতিতে শ্রেণি উপস্থিতি ৭০ ভাগ না হলে কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।সেইসঙ্গে তিনটি বিষয়ের মূল্যায়ন যদি ৬ষ্ঠ স্তরের বিকাশমান পর্যায়ে থাকে তাহলে তাকে অকৃতকার্য হিসেবে ধরা হবে।সে পরবর্তী শ্রেণিতে উঠতে পারবে না।

এসএসসির ক্ষেত্রে কেউ যদি দুই বিষয়ে ফেল করে তাহলে সে কলেজে ভর্তি হতে পারবে।কিন্তু পরবর্তী বছর তাকে এই দুই বিষয়ের পরীক্ষা দিতে হবে।

আরও খবর

Sponsered content