শিক্ষা

এসএসসির পাসের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৫ , ৬:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড।বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

জানা গেছে,মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬শ’ টাকা ও বছরে এককালীন ৯শ’ টাকা দেওয়া হবে।আর সাধারণ বৃত্তি প্রাপ্তরা মাসে ৩শ’ ৫০ টাকা এবং বছরে এককালীন ৪শ’৫০ টাকা পাবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

এবারের মেধাবৃত্তি দেওয়া হয়েছে সেসব নিয়মিত শিক্ষার্থীদের যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্ব দেখিয়েছেন।সাধারণ বৃত্তির ক্ষেত্রে,বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলা থেকে দুজন ছাত্র ও দুজন ছাত্রীকে নির্বাচন করা হয়েছে।পাশাপাশি মহানগর এলাকার প্রতিটি থানায় এলাকা কোটা অনুসরণ করে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।এই বৃত্তি নিঃসন্দেহে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: শিক্ষা

৬৫,৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ

শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না-শিক্ষা মন্ত্রণালয়

নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ও পাসের হার না থাকলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ সহ স্নাতক পড়াশোনার আর্থিক সহায়তা দেবে-অন্তর্বর্তী সরকার

গণহারে বদলিঃ-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্হগিত

শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দিয়েছে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়