রাজনীতি

বাইরের কে কাউন্সিল ডাকলো না ডাকলো তার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই-চুন্নু

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৪ , ২:৪৯:০৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন,আমরা এখনও কোনও কাউন্সিল ডাকিনি।বাইরের কে কাউন্সিল ডাকলো না ডাকলো তার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) রওশন এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেন বাবলার যোগদানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন,কাজী ফিরোজ রশীদ সাহেবকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।সৈয়দ আবু হোসেন বাবলাকে অব্যাহতি দেওয়া হয়নি।তিনি যদি মূল দলের সঙ্গে না থাকতে চান,অন্য কোথাও যেতে চান,তাহলে পদত্যাগ করা দরকার ছিল।সেটা উনি কেন করেননি,আমার জানা নাই।কিন্তু উনি যেহেতু অন্য একটা দলে যাওয়ার চিন্তা করেছেন,বক্তব্য দিয়েছেন,এটা দলীয় শৃঙ্খলাবিরোধী।এ বিষয়ে নিশ্চয়ই চেয়ারম্যান তার সিদ্ধান্ত জানাবেন।’

তিনি বলেন,জাতীয় পার্টির চার-পাঁচটা গ্রুপ আছে।মঞ্জু গ্রুপ, কাঁঠাল গ্রুপ,সাইকেল মার্কা,জাতীয় পার্টি মোম মার্কা।নতুন একটা হতেই পারে।সবারই স্বাধীনতা আছে।কেউ জাতীয় পার্টির পাশে ব্রাকেট দিয়ে আরেক নামে দল গঠন করতে চাইলে করতে পারে।’

চুন্নু বলেন,তবে জি এম কাদেরের নেতৃত্বে যে দল আছে, যার রেজিস্ট্রেশন নম্বর ১২,এটা ঠিক আছে।আমরা বলেছি সময় হলে আমাদের সম্মেলন করবো।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপা মহাসচিব উল্লেখ করেন, ‘পার্টি ছেড়ে অনেকের চলে যাওয়ার সঙ্গে মূল্যায়নের কিছু নেই।একটা দল থেকে অনেকেই চলে যেতে পারে।এতে ভালো হতে পারে,মন্দও হতে পারে।একসময় বিএনপি ছেড়েও অনেকে চলে গেছে।খালেদা জিয়া হাউজ ওয়াইফ ছিলেন, অনেকে ভেবেছেন দল টিকবে না।কিন্তু বিএনপি টিকে গেছে। এখন আমার মতো সিনিয়র নেতারা চলে গেলেই দল টিকবে না,এমনটা এখনই বলা যাচ্ছে না।ভবিষ্যতে দেখা যাবে।’

উল্লেখ্য,রবিবার দুপুরে সৈয়দ আবু হোসেন বাবলাকে বহিষ্কার করেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।দল থেকে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content