আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সময় এসেছে-সৌদি আরব

  প্রতিনিধি ৬ মার্চ ২০২৪ , ৬:৩২:৪০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সময় এসেছে।

মঙ্গলবার গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন নিয়ে আলোচনার জন্য সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ (ওআইসি) এর এক অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

প্রিন্স ফয়সাল রাফায় ইসরাইলি সামরিক অভিযানে সম্ভাব্য ক্ষতির বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছিলেন,এই ধরনের কর্মকাণ্ড গাজা উপত্যকার প্রতিরক্ষাহীন বেসামরিকদের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলবে।

তিনি আরো বলেন,আমরা কিছু দেশের অবস্থানে ইতিবাচক অগ্রগতি দেখেছি।অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো দেশগুলোর সংখ্যাও বৃদ্ধি পেতে দেখেছি।আমরা অনেক দেশ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার নীতিগত প্রস্তুতির কথাও শুনেছি।এই বিষয়ে আমরা সেসব দেশকে আমাদের বার্তা দিচ্ছি,ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।গাজা যুদ্ধ বন্ধ করার এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান মেনে নিতে ইসরাইলের উপর চাপ অব্যাহত রাখার সময় এসেছে।

আরও খবর

Sponsered content