বিনোদন

এবার ঈদে সিনেমা হলে আটটি সিনেমার মুক্তি পাচ্ছে

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ৪:৫৩:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এবার ঈদে সিনেমা হলে কটি সিনেমা মুক্তি পাচ্ছে, সপ্তাহখানেক ধরেই চর্চা চলছিল এফডিসিতে।শেষ মুহূর্তে এসে আটটি সিনেমার মুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। ঈদের দিন থেকে এ তালিকা থেকে পছন্দসই সিনেমা উপভোগ করতে পারেন।

 

‘লিডার: আমিই বাংলাদেশ’

এবার ঈদে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিলেটসহ দেশজুড়ে সর্বোচ্চ ১০০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমাটি। সিনেমার টিজার ও দুটি গান—‘কথা আছে’ ও ‘সুরমা সুরমা’—প্রকাশের পর প্রশংসিত হয়েছে।প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন তপু খান। সিনেমাটি পরিবেশনা করছে টিওটি ফিল্মস।ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

ফেসবুক:-

প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ,অনিয়ম আর সামাজিক সচেতনতার গল্পে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর,শহীদুজ্জামান সেলিম, সুব্রত,সমু চৌধুরী,মাসুম বাশার,মিলি বাশার,প্রীতি,রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

‘কিল হিম’

অ্যাকশনধর্মী সিনেমা ‘কিল হিম’ নিয়ে বড় পর্দায় আসছেন অনন্ত জলিল,তাঁর বিপরীতে অভিনয় করেছেন বর্ষা।সুনান মুভিজের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল।এতে অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, ভারতের রাহুল দেব, অ্যামি রায়সহ অনেকে।

‘লোকাল’

পলিটিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন সাইফ চন্দন।প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমায় জুটি বেঁধেছেন বুবলী ও আদর আজাদ।সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন,এলিনা শাম্মী,আনোয়ার,স্বাধীন,শিবা শানু, ডন,বড়দা মিঠু,আহমেদ শরীফ।

‘জ্বীন’

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ভৌতিক সিনেমাটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী।এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সজল ও পূজা চেরি।

‘পাপ’

এবার ঈদে মুক্তির অপেক্ষায় থাকা জাজ মাল্টিমিডিয়ার আরেক সিনেমা এটি।সৈকত নাসির পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল রোশান-ইয়ামিন হক ববি।সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ।রোশান-ববি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জাকিয়া মাহা, আমান রেজা, আরিয়ানাসহ আরও অনেকে।

উপমা কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু।রোমান্টিক ঘরানার সিনেমাটিতে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর।

সুনীল ঘোষ শুভর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন সুমন ধর।এতে জুটি বেঁধেছেন ঈদ বাপ্পি চৌধুরী ও জাহারা মিতু।মিশা সওদাগরও রয়েছেন এ সিনেমায়।

গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে সিনেমাটি নির্মাণ করেছেন আবু তৌহিদ হিরন।এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ,শহীদুজ্জামান সেলিম,প্রাণ রায়,মনিরা মিঠু, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ।

আরও খবর

Sponsered content