জাতীয়

একাত্তরের অপশক্তি মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে নানা যড়যন্ত্র করছে-উপ-উপাচার্য

  প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৩ , ১২:০১:২৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।একাত্তরের অপশক্তি মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে নানা যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে মঙ্গল শোভাযাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন,মঙ্গল শোভাযাত্রা আমাদের একটি ওয়ার্ল্ড হেরিটেজ।পশ্চিমবঙ্গেও নানা আয়োজনে আনন্দমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালন করছে।সুচিত্র পরিবেশে বিচিত্র লোকের বসবাস থাকে।যারা মঙ্গল শোভাযাত্রাকে পছন্দ করে না,যারা একাত্তরের অপশক্তি,যারা আমাদের মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি,তারাই এটা বন্ধ করতে নানা যড়যন্ত্র করছে। উকিল নোটিশ,বিভিন্ন মামলা দিয়ে নানা রকমের মিথ্যা হুমকি দিয়ে চলে গেলো।

তিনি বলেন,বাঙালি বীরের জাতি।তারা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে।তারা এসব হুমকি ভয় পায় না,মাথা নত করবে না।

তিনি বলেন,বরিষ ধরা মাঝে শান্তির বারি’,এ শুষ্ক পৃথিবীতে শান্তির বারি বর্ষিত হোক, জল বর্ষিত হোক।আমাদের এ দেশ ফুলে-ফলে এবং সবুজে ভরে উঠুক। আর এ দেশ স্নিগ্ধ হোক,এ বৈশাখে এটাই আমাদের মূল প্রতিপাদ্য।

এবারের আয়োজন অনেক সুন্দর হয়েছে বলেও জানান উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

আরও খবর

Sponsered content

আরও খবর: জাতীয়

সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

“বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

নির্বাচনী ডিউটির সীমা লঙ্ঘনের অভিযোগ: ভোলা–বরিশালে কোস্টগার্ডের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রশ্নে আইনি বৈধতা