শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ

  প্রতিনিধি ৯ মে ২০২৫ , ৫:১৫:৩৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার অংশগ্রহণ ইচ্ছুক প্রাইভেট শিক্ষার্থীদের জন্য ফের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে।একই সঙ্গে ফরম পূরণের সুযোগ পাবেন নিয়মিত শিক্ষার্থীরা।নতুন সময়সূচি অনুযায়ী ১২ থেকে ১৫ মে পর্যন্ত আগ্রহীরা রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম কামাল উদ্দিন হায়দার বলেন,প্রাইভেটে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের জন্য এই সুযোগ দেয়া হয়েছে। সঙ্গে যারা নিয়মিত পরীক্ষায় অংশ নিতে চায় তারাও ফরম পূরণ করতে পারবেন।Sc

এর আগে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য গত ১২ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের সময় নির্ধারিত ছিলো।

আর সর্বশেষ ১৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জরিমানা দিয়ে নিয়মিত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পেরেছেন।

আর বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে প্রাইভেট পরীক্ষার জন্য নির্বাচিত কলেজগুলো একটি তালিকা দেয়া হয়েছে। কলেজগুলো হলো: ঢাকার কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,ভাসানটেক সরকারি কলেজ,বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ,মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ,মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজ,গাজীপুরের,ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, নরসিংদীর নরসিংদী সরকারি কলেজ, কশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ,টাংগাইলের কুমুদিনী সরকারি কলেজ, নাগরপুর সরকারি কলেজ,ফরিদপুরের সরকারি ইয়াছিন কলেজ,শরীয়তপুরের শরীয়তপুর সরকারি কলেজ, মাদারীপুরের মাদারীপুর সরকারি কলেজ, রাজবাড়ীর রাজবাড়ী সরকারি কলেজ,গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ এবং আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ।

আরও খবর

Sponsered content