শিক্ষা

মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শারমিন

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ৩:৪৩:৩৭ প্রিন্ট সংস্করণ

ভান্ডারিয়া(পিরোজপুর) প্রতিনিধি।।আজ মায়ের মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলো শারমিন আক্তার নামে এক পরীক্ষার্থী। আজ রবিবার ৬ নভেম্বর পিরোজপুরের ভান্ডারিয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাজিদা বেগম মহিলা কলেজের পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থী শারমিন আক্তার উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের কন্যা। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।

এ বিষয়ে মেয়ের চাচা আঃ মালেক ফকির জানান, শারমিনের মা শিউলি বেগম দীর্ঘ দিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন। শনিবার দিবাগত রাত দুইটা বিশ মিনিটে ঢাকার প্রাইম হাসপাতালে মারা যান। এরপর সকালে তার মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই এইচএসসি পরীক্ষা দিচ্ছে শারমিন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, এই ঘটনাটি আসলেই দুঃখ জনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয়। এ ঘটনায় সবাই শোকাহত।

আরও খবর

Sponsered content