সারাদেশ

উপ-কর কমিশনার ঘুষ নেয়ার সময় হাতেনাতে আটক

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৩ , ৬:২১:১১ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি।।১০ লাখ টাকা ঘুষ নেয়ার সময় উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব মাহবুব হোসেন।জানিয়েছেন,রাজশাহীতে আয়কর অফিসে একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া।প্রথম কিস্তি হিসেবে আজ ১০ লাখ টাকা দেন।এ টাকা দেয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়।

দুদক সচিব আরও জানান,দুদকের রাজশাহী জেলা কার্যালয় থেকে ফাঁদ কার্যক্রম পরিচালনা করাকালীন এই অভিযোগ পায় তারা।অভিযোগের সত্যতা খুজতে দুদক উপ-পরিচালক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযানে গেলে হাতেনাতে ধরা পড়ে মহিবুল।পরবর্তীতে মামলা দায়ের করে আসামিকে আদালতে তোলার কথা জানানো হয় ব্রিফিংয়ে।

আরও খবর

Sponsered content