অপরাধ-আইন-আদালত

উজিরপুরে তিনটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

  প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ১:৫৮:৩৬ প্রিন্ট সংস্করণ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি।।বরিশালের উজিরপুরের শিকারপুর বাজারে একটি এজেন্ট ব্যাংকিং এবং তিনটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। তাদের বৃহস্পতিবার সকালে উজিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তারা হলো, পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার ঠাকুরমল্লিক গ্রামের মো. শহিদুল ইসলাম,একই উপজেলার বলইকাঠি গ্রামের মো. সাইফুল ইসলাম এবং নয়ন হাওলাদার।

উজিরপুর থানার ওসি কামরুল হাসান জানান, র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। শিকারপুর বাজারে চুরির মামলায় ওই তিন জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের নামে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এসময় এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ৬৫ হাজার টাকা এবং কনিকা, রিয়া ও আহম্মেদ জুয়েলার্স প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। একই রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে ভূতেরদিয়া গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর বিয়ে বাড়িতে ডাকাতি হয়।

আরও খবর

Sponsered content