আন্তর্জাতিক

ইসলামে কেন ব্যাঙ হত্যা করা নিষেধ?!

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৫:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম#মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রিয় বন্ধু, নবী ইব্রাহিম খলিলুল্লুাহকে, নমরুদ যখন আগুনে নিক্ষেপ করেছিল জ্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য। সেদিন আগুন নিভাতে ব্যাঙ সেই অগ্নিকাণ্ডের উপরে প্রস্রাব করে।

হ্যাঁ, এটা ঠিক যে ব্যাঙ এর প্রস্রাবে এত বড় অগ্নিকাণ্ডের আগুন নিভেও যায়নি।

হযরত জিবরাঈল আলাইহিস সালাম, ব্যাঙকে প্রশ্ন করলেন, তুমি কেন এই কাজটি করেছিলে?
উত্তরে ব্যাঙ বলে, আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন যে নিববে না,তা আমি জানি , আমি আল্লাহ রাব্বুল আলামীনকে দেখাতে চাই যে, আমি নমরুদের পক্ষে নই, আমি এক এবং অদ্বিতীয় আল্লাহ ও তাঁর বন্ধু ইব্রাহিমের পক্ষে।

এজন্য পৃথিবীর একমাত্র প্রাণী ব্যাঙ, প্রজাতির প্রস্রাবকে পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে। এবং ইসলামে ব্যাঙ হত্যা করা নিষিদ্ধ করা হয়েছে। ব্যাঙ একটি উপকারী প্রাণী।

আমার বাড়ীর উঠানে প্রতিনিয়ত রাত্রে ব্যাঙকে দেখাতে পাওয়া যায়,তাই সযত্নে একটি ব্যাঙে ছবি নিলাম। ব্যাঙেকে নিয়ে ইসলামের ইতিহাসের কিছু লেখা পড়েছি । নিঃসন্দেহে ব্যাঙ নিরহ প্রজাতি ও উপকারী প্রাণী । আসুন ব্যাঙকে আমরা সবাই ভালোবাসি ।

আরও খবর

Sponsered content