আন্তর্জাতিক

বেলারুশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে-ইইউ

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২৩ , ৩:২৩:৫০ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক।।ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করা এবং নিজ দেশে বিরোধীদলের ওপর কঠোর দমনপীড়ন চালানোর অভিযোগে বেলারুশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ)।

বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছে ইউনিয়নভুক্ত দেশগুলো।বৈঠকের পর বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে ইইউর সভাপতির দায়িত্ব পালন করা স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছে,কঠোর নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের কর্মকর্তাদের ভিসা না দেওয়া,সম্পদ বাজেয়াপ্ত কিংবা কালোতালিকাভুক্ত করা হবে।

ইইউয়ের একাধিক কূটনীতিক জানিয়েছেন,নিষেধাজ্ঞার মূল লক্ষ্য যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে,এমন সরঞ্জাম ও এভিয়েশন খাতের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করা।

আরও খবর

Sponsered content