আন্তর্জাতিক

ইরান ট্রাম্পের পা চাটবে না

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৮:৩৯:১৩ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনইরানি আলোচকরা হোয়াইট হাউজে যেতে চান– ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিশনের এক পোস্টে বলা হয়,কোনো ইরানি কর্মকর্তাকে পা চাটার জন্য হোয়াইট হাউজের দরজায় বসে থাকতে বলা হয়নি।

তার (ট্রাম্পের) মিথ্যার চেয়েও ঘৃণ্য জিনিস হলো ইরানের সর্বোচ্চ নেতাকে ‘উৎখাতের’ বিষয়ে তার কাপুরুষোচিত হুমকি, ্পোস্টটিতে যোগ করা হয়।

এটি ট্রাম্পের সাম্প্রতিক দাবির প্রতি ইঙ্গিত করে যে আমেরিকা জানে ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন,কিন্তু আপাতত তার ক্ষতি করতে চায় না।

পোস্টটিতে আরও বলা হয়েছে যে ইরান ‘জোর করে চাপিয়ে দেওয়া’ আলোচনায় অংশ নেবে না এবং যে কোনো হুমকির জবাব পাল্টা হুমকি দেবে,যে কোনো পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থাও নেবে।

আরও খবর

Sponsered content