আন্তর্জাতিক

ইরান আক্রমণে আর যুক্তরাষ্ট্রের সহায়তা লাগবে না-ইসরাইল

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ১১:৫৭:০৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরান আক্রমণে আর যুক্তরাষ্ট্রের সহায়তা লাগবে না ইসরাইলের। এমনটি জানিয়ে তারা বলছে, ‘আমরা প্রস্তুত’।আর এমন মন্তব্য করলেন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী প্রধান।

বুধবার (৫ এপ্রিল) ইসরাইলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হেরজি হালেভি।দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরাইলি সশস্ত্র বাহিনীর রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে হালেভি বলেন,আমরা ইরানের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিতে প্রস্তুত।ইসরাইলি সেনাবাহিনীর দূরবর্তী কোনো দেশ কিংবা ঘরের কাছের কোনো শত্রুকে আক্রমণ করার সক্ষমতা রয়েছে।’

হেরজি হালেভি বলেন,আগামী কয়েক বছরে আমরা ইরানে অগ্রাধিকার ভিত্তিতে হামলা চালানোর সক্ষমতা আরও বাড়াব। দূরবর্তী দেশ হওয়ার পরও এ হামলা হবে অপ্রতিরোধ্য।’

ইসরাইলি সশস্ত্রবাহিনীর প্রধান আরও বলেন,আমরা জানি কীভাবে একা আক্রমণ করতে হয়।আমরা একটি সার্বভৌমত্ব জাতি,আমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখি।মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের পাশে পেলে ভাল,তবে এটি কোনো বাধ্যবাধকতা নয় যে,দেশটিকে পাশে পেতেই হবে।’

হেরজি হালেভির এ মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা তুঙ্গে।ইরান গত সপ্তাহে সিরিয়ায় তার দুই সামরিক কর্মকর্তাকে হত্যার অভিযোগ এনেছে ইসরাইলের বিরুদ্ধে এবং প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে।ইসরাইলও ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ এনেছে।যদিও ইরান সে দাবি সবসময়ই অস্বীকার করেছে।

এদিকে,বিচার বিভাগ সংস্কারকে কেন্দ্র করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিচার ব্যবস্থা দুর্বল করার যে পদক্ষেপ তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।তবে এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানিয়েছিলেন,তিনি বিদেশী চাপের কাছে মাথা নত করবেন না।

আরও খবর

Sponsered content