আন্তর্জাতিক

ইরানে সশস্ত্র বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ পেলেন ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৫:২৯:০১ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদিকে দেশটির সশস্ত্র বাহিনীর উপ-প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।কৌশলগত প্রতিরক্ষা উন্নয়নের মধ্যে সমন্বয়কে আরও জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রবীণ কমান্ডার হিসেবে জেনারেল ওয়াহিদি গত চার দশকে সামরিক ও সরকারি উভয় ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত কুদস ফোর্সের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করার পর,পরে প্রতিরক্ষা ও সরবরাহ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী পদেও নিযুক্ত ছিলেন।
এছাড়াও,ওয়াহিদি এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের রাজনৈতিক,প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিশনগুলোতে সভাপতিত্ব করেছেন এবং স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রতিরক্ষা-নিরাপত্তা কমিশনের প্রধান হিসেবে অবদান রেখেছেন।ওয়াহিদি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কৌশলগত গবেষণায় উন্নত ডিগ্রি অর্জন করেছেন।

সূত্র: প্রেস টিভি

আরও খবর

Sponsered content