আন্তর্জাতিক

ইরানের আকাশ এখন পুরোপুরি এবং সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে-ট্রাম্প

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ৬:৩০:২৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত না থাকার ঘোষণা দিলেও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবার বড়াই করে বলেছেন, “ইরানের আকাশ এখন পুরোপুরি এবং সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে।”

ওদিকে,ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কোথায় লুকিয়ে আছেন তা জানেন দাবি করে ট্রাম্প বলেছেন, “এখন আমরা তাকে মারব না।”

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প ইরানের আকাশ দখলে নেওয়া এবং খামেনিকে নিয়ে একথা বলেন।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকেই ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে এবং সাজসরঞ্জাম সরবরাহ করে আসছে। কিন্তু গত শুক্রবার ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ট্রাম্প প্রশাসন বরাবারই প্রকাশ্যে বলে এসেছে তারা এই হামলায় জড়িত নয়।

এই আবহে স্যোশাল মিডিয়া পোস্টে ট্রাম্প তার মন্তব্যে বহুবচনে ‘আমাদের’ এবং ‘আমরা’ শব্দের যে ব্যবহার করেছেন তা চমকে দেওয়ার মতো।ট্রুথ স্যোশালের পোস্টে যুক্তরাষ্ট্রে তৈরি সামরিক সাজসরঞ্জাম নিয়েও বড়াই করেছেন ট্রাম্প।

তিনি লেখেন,“ইরানের আকাশ নজরদারির ভাল প্রযুক্তি ও প্রচুর পরিমাণে অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম ছিল।কিন্তু সেগুলো যুক্তরাষ্ট্রের তৈরি সরঞ্জামের সঙ্গে তুলনীয় নয়।যুক্তরাষ্ট্রের চেয়ে ভাল আর কেউ এটা করতে পারে না।”

ইরানের আকাশ সোমবার দখলে নিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী।ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে তারা।কিন্তু ট্রাম্প এই সাফল্যের প্রশস্তি গেয়েছেন ইরানের আকাশ ‘আমাদের’ নিয়ন্ত্রণে বলার মধ্য দিয়ে।

আবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রসঙ্গেও ট্রাম্প ট্রুথ স্যোশালে লেখেন,“আমরা জানি সর্বোচ্চ এই নেতা ঠিক কোন জায়গায় লুকিয়ে আছেন।

“তাকে (হত্যার) নিশানা করা খুব সহজ।কিন্তু তিনি সেখানে নিরাপদ।আমরা তাকে মারব না,অন্তত এখন নয়।”

ট্রাম্প আরও লেখেন,“তবে আমরা চাই না নাগরিকদের ওপর কিংবা আমেরিকার সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্য কমে আসছে।”

আরও খবর

Sponsered content