সারাদেশের খবর

ইবি ওসি জনাব আননূর যায়েদের দোগদানের পরে অভিযান

  প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ৪:১৪:৪২ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়া প্রতিনিধি!! চলতি বছরের -১৯ আগষ্ট অফিসার ইনচার্জ জনাব আননূর যায়েদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় যোগদান করেন।

জেলার পুলিশ সুপার জনাব মোঃ খায়রুল আলম নির্দেশনায়,সহকারী পুলিশ সুপার(সার্কেল)মোঃ আজমল হোসেনের তত্ত্বাবধানে উল্লেখিত থানায় ও ক্যাম্পের পুলিশের কর্মরত সকল অফিসার ফোর্সের মাধ্যমে থানা-ক্যাম্পে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছেন।

নিয়মিত মামলা সহ ১৫ টি মামলা সাজা প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাসহ ৫৬ টি জিআর/সিআর গ্রেফতারি পরোয়ানা তামিল করেন। এই অভিযানের সময় ১০০ গ্রাম গাঁজা, ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক উদ্ধার করেন। উক্ত অপরাধ নির্মূলের লক্ষ্যে মাদক মামলা রুজু করেছেন।

এছাড়াও দাঙ্গা-হামাঙ্গা নির্মূলে ০৯ টি বেতের ঢাল ও ৪২ টি সড়কি উদ্ধার করে।নিয়মিত মামলার ০৬ জন আসামী গ্রেফতার করেন।মাত্র কয়েকদিন যোগদানের পরে এমন সফলতম অভিযান পরিচালনায় করায় ইবি এলাকায় সুনাম অর্জন কুড়িয়েছে অফিসার ইনচার্জ আননূর যায়েদ।

এব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি) আননূর যায়েদ বলেন, ইবি থানা-ক্যাম্প এলাকায় মাদক নির্মূল সহ ইভটিজিং, বাল্য বিবাহ, প্রতিরোধ ও ওয়ারেন্ট তামিল অব্যাহত রয়েছে।কোন ভাবেই ইবি এলাকায় অন্যায়, প্রশ্রয় দেওয়া যাবে না।

আরও খবর

Sponsered content