প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২২ , ৭:৪৩:৫৩ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি।। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর ২০২২) সোয়া তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা নেতৃত্বে রাজবাড়ী পুলিশ পরিদর্শক প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস, এসআই মোঃ নিজাম উদ্দিন মোল্লা, এসআই মোঃ মোতালেব হোসেন,এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোঃ হেমায়েত হোসেন,এসআই সনজীব জুয়াদ্দার, এএসআই মোঃ মফিজুল ইসলাম,এএসআই মোঃ শফীকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন হঠাৎপাড়া ভবানীপুর সাকিনে সন্ত্রাসী মোঃ রবিনের বাড়ীর উঠান থেকে পলাতক সন্ত্রাসী মোঃ রবিন ও তার সহযোগীদের ফেলে যাওয়া বিদেশি পিস্তল ০২(দুই)টি, ওয়ান শ্যূটার গান ০৩(তিন) টি, পিস্তলের ম্যাগাজিন ০২(দুই) টি, পিস্তলের গুলি ০৭(সাত) রাউন্ড, রাইফেলের গুলি ০৩(তিন) রাউন্ড, কার্তুজ ০১(এক) রাউন্ড উদ্ধার করা হয়।

মামলা রুজু প্রক্রিয়াধীন।
















