অপরাধ-আইন-আদালত

আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছোড়া ব্যক্তি আনসার সদস্য মাহিদুর রহমান

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ২:৩৬:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গত বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে; সময় শটগান হাতে দেখা যায় এক যুবককে। এরপরই ওই যুবককে নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি কি পুলিশেরই কেউ নাকি বহিরাগত, সেই প্রশ্ন উঠে। এরপর পুলিশের পক্ষ থেকেও সেই যুবকের খোঁজ করা হয়।

এসব ঘটনার পর জানা যায়, আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে গুলি ছোড়া ওই ব্যক্তির নাম মাহিদুর রহমান। তিনি রাজধানীর পল্টন থানায় দায়িত্বরত আনসার সদস্য (অঙ্গীভূত)।

কেন আর্জেন্টিনার জার্সি পরে নেমেছিলেন? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহিদুর রহমান বলেন,আমি পল্টন থানায় রয়েছি।আমাদের ওসি স্যারের নির্দেশ ছিল-অ্যালার্ম বাজলে যে যেভাবে থাকবে সে-সেই অবস্থায় নিচে নামতে।

আমি যে অবস্থায় ছিলাম,খাওয়া দাওয়া কয়রে শুয়ে ছিলাম, সে অবস্থাতেই নামছি।’তিনি বলেন,ওরা ইট ছুঁড়তেছিল, আমি ড্রেস পরার সময় তো পাইনি।’

আপনার চেহারার সঙ্গে অন্য একজনের চেহারা মিল্যে ফেসবুকে ছবি ভাইরাল করা হয়েছে-এমন প্রশ্নের জবাবে আনসার সদস্য মাহিদুর বলেন,না না, আমার জায়গায় তো অন্য কেউ থাকতে পারবে না। আমার জায়গায় আমি ছিলাম। অন্য কে কোথায় ছিল এটা তো দেখার

টাইম পাইনি।আর্জেন্টিনার জার্সি পরার কারণ প্রসঙ্গে মাহিদুর বলেন,আমি খেলা যখন থেকে বুঝি তখন থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি।’

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন,যারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যকে ছাত্রলীগ কর্মী বলে গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করার কাজ চলছে।’ এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান ডিবিপ্রধান।

আরও খবর

Sponsered content