খেলাধুলা

আম্পায়ারের আউট এবং ফের নট আউটের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে

  প্রতিনিধি ২১ জুলাই ২০২৩ , ২:০৬:০২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব।।২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাজে আম্পারিংয়ের শিকার হয়েছিল বাংলাদেশ।এরপর ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের আউট নিয়ে সৃষ্টি হয় বিতর্কের।আরও একবার বিতর্কের সৃষ্টি হলো বাংলাদেশ-ভারত ম্যাচে।

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের ১৪তম ওভারে বোলিংয়ে আসেন স্পিনার রকিবুল। ওভারের চতুর্থ বলে মিস করেন ব্যাটার নিকিন জস।বেশ বুদ্ধিদীপ্ত স্টাম্পিং করেন উইকেটরক্ষক আকবর।

রিপ্লেতে স্পষ্ট দেখা যায় আউট।থার্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে আউটের সিদ্ধান্ত দেন।উদযাপনে মেতে উঠে বাংলাদেশ দল।তবে অনফিল্ড আম্পায়ার ব্যাটারকে দাঁড়াতে বলেন।এর কয়েক সেকেন্ড পর সিদ্ধান্ত পরিবর্তন করে নট আউটের সবুজ সিগন্যাল দেন টিভি আম্পায়ার।আম্পায়ারের আউট এবং ফের নট আউটের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও খবর

Sponsered content