রাজনীতি

আমার পক্ষে কেউ কোনো ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে যাবেন না-মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৪ , ৩:৩১:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান বলেছেন,আমার পক্ষে কেউ কোনো ধরনের সুপারিশ নিয়ে থানায় বা কোনো দপ্তরে যাবেন না।কোনো সাধারণ মানুষ যেন থানায় গিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, মানুষ যাতে তাঁদের মৌলিক আইনগত অধিকার থেকে বঞ্চিত না হন,সে বিষয়ে সব সময় আপনাদের খেয়াল রাখতে হবে।’

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে নিজ বাড়িতে মধুখালী ও বোয়ালমারী উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর-১ (বোয়ালমারী,আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের সংসদ সদস্য মো. আবদুর রহমান বলেন,থানায় কোনো পক্ষপাতিত্ব করা চলবে না।খেয়াল রাখতে হবে,কেউ যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন।

কর্মকর্তাদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মো. আবদুর রহমান বলেন,এবার নির্বাচনে কেউ কেউ কালো টাকার পাহাড় দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। আপনারা নির্বাচনের আচরণবিধি মেনে ঠিকমতো দায়িত্ব পালন করেছেন।মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।আমি মনোনয়ন পাওয়ার পর থেকেই বলে আসছিলাম,কোনো কেন্দ্র দখল করে বা কারচুপি করে আমি নির্বাচিত হতে চাই না।’

নিজের প্রত্যাশার কথা তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন,আমি তিন উপজেলাকে মডেল হিসেবে দাঁড় করাতে চাই।আমি এমন কিছু করে যেতে চাই,যাতে মরার পরও আমি এলাকার মানুষদের হৃদয়ে বেঁচে থাকতে পারি।’

মতবিনিময় সভায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন আহমেদ,বোয়ালমারীর ইউএনও মেহেদী হাসান,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন,বোয়ালমারী থানার ওসি শেখ সাদীসহ দুটি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content