আন্তর্জাতিক

আমরা ভারতের মতো সস্তা রাশিয়ান অপরিশোধিত তেল নিতে চেয়েছিলাম-ইমরান খান

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২৩ , ৪:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বর্তমান সময়ে গুরুতর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান।এমন সঙ্কট কালে তার দেশও সাশ্রয়ী মূল্যে রাশিয়ান অপরিশোধিত তেল কিনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের পররাষ্ট্র নীতির প্রশংসা করেছেন।একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমরা ভারতের মতো সস্তা রাশিয়ান অপরিশোধিত তেল নিতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তা বাস্তবায়ন করা হয়নি, অনাস্থা প্রস্তাবের কারণে আমার সরকারের পতন হয়েছিল।”

তিনি রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তেরও প্রশংসা করে বলেছেন, “বিশ্বে চতুর্দশের অংশ হওয়া সত্ত্বেও,ভারত মার্কিন চাপ সহ্য করে এবং তার জনগণের সুবিধার্থে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে।আমাদের সরকারও একটি স্বাধীন পররাষ্ট্র নীতির মাধ্যমে এটি করার চেষ্টা করছিল।”

২০২২ সালের মে মাসেই, ইমরান খান রাশিয়া থেকে সস্তা তেল কেনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।এরপর তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে একটি জনসমাবেশে বলেছিলেন, “বিশ্বে নওয়াজ ছাড়া আর কোনো নেতার বিলিয়ন বিলিয়ন সম্পত্তি নেই। আমাকে এমন একটি দেশের কথা বলুন,যার নেতার দেশের বাইরে বিলিয়ন বিলিয়ন ডলার সম্পত্তি রয়েছে।এমনকি আমাদের প্রতিবেশী দেশে,ভারতের বাইরে প্রধানমন্ত্রী মোদির কী পরিমাণ সম্পত্তি আছে?”

পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদিক মালিক অবশ্য সম্প্রতি দাবি করে বলেছেন,রাশিয়া থেকে প্রথমবারের মতো সস্তা তেলের চালান আগামী মাসে পাকিস্তানে পৌঁছাবে।প্রথম চালানটি একটি কার্গোর মাধ্যমে আগামী মাসে পৌঁছাবে।

আরও খবর

Sponsered content