জাতীয়

আফ্রিকার দেশ উগান্ডায় গেলেন-পররাষ্ট্রমন্ত্রী,ড. হাছান মাহমুদ

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৪ , ২:০৪:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে আফ্রিকার দেশ উগান্ডায় গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি দেশটিতে গেলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে উগান্ডার উদ্দেশে রওনা হন পররাষ্ট্রমন্ত্রী।

১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন এবার উগান্ডায় অনুষ্ঠিত হচ্ছে। ১৫-২০ জানুয়ারি কাম্পালায় আয়োজিত এই সম্মেলনে ১২০টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা যোগ দিচ্ছেন।

দ্বাদশ সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ।একাদশ সংসদ নির্বাচনে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান।

আরও খবর

Sponsered content