সম্পাদকীয়

আপনার আপনজন হয়েও তারা কেউ না!!!!

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২২ , ১:০১:২২ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম:-এমন ভাবে নিরব হয়ে যান যে, সে মানুষ গুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখেতে পারে। আপনি মৃ’ত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনই পিছনে ফিরে তাকাবেন না।

শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি মানসিকভাবে কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আ’র্ত’নাদ দিবে, কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।

কিন্তু আপনি জানেন কি ? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম’বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার আপনজন হয়েও তারা কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না।

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
★চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
★চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপ’মান করছে?
★চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে ?
★চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মি’থ্যা দোষা’রোপ করছে ?
★চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘা’ত’ক’তা করছে ?
★চুপ হয়ে যান।
তাই নিজের স্বার্থে বাঁচুন,নিজেকে ভালোবাসুন, আপনার একজন “রব” আছেন। সেজদায় গিয়ে বলে দিন, তিনি আপনার দুঃখ মুছার পথ খুজে দিবেন। আপনার মনে প্রশান্তি ঢেলে দিবেন।

আরও খবর

Sponsered content