সারাদেশের খবর

আদমদীঘিতে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ১২:৪৪:৫২ প্রিন্ট সংস্করণ

0Shares

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি।।বগুড়ার আদমদীঘিতে পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে ইলিয়াছ হোসেন (২৩) নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তিনি আদমদীঘি উপজেলার কদমা গ্রামের জাহের আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১০টায় কদমা গ্রামে এ ঘটনা ঘটে।

জানাযায়, আদমদীঘি উপজেলার কদমা গ্রামের ইলিয়াছ হোসেন তার বাড়ির পাশে পুকুরে মাছচাষ করেন। গতকাল মঙ্গলবার সকালে ওই পুকুরে বৈদ্যুতিক সংযোগ দিয়ে সাবমারসিবল পাম্প বসিয়ে পুকুর থেকে পানি সেচ দেন। পানি সেচ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares