আবহাওয়া বার্তা

আজ থেকে বাড়তে পারে গরম,বৃষ্টির আভাস

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২৪ , ৩:০৪:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এখনও দেশের প্রায় ১৯টি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।তবে আবহাওয়া অফিস বলছে,আজ শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি করে বাড়তে পারে গরম।পাশাপাশি আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাসও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়ার এক পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে,আজ শনিবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মধ্যরাত থেকে পড়তে পারে হালকা কুয়াশা।

তবে আজকে থেকে বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা।ফলে শীতের অনুভূতি কিছুটা কমবে।

আগামী রোববারের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়েও মধ্যরাত থেকে সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে। তবে বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।

পাশাপাশি বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে,এই সময়ে তাপমাত্রা আরও বাড়বে এবং বৃষ্টির প্রবণতা রয়েছে।

চলতি মৌসুমের ডিসেম্বরে সারা দেশেই শীতের তীব্রতা তুলনামূলক কম ছিল। তবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাড়তে থাকে শীতের তীব্রতা। গত মাসে দেশের বিভিন্ন এলাকায় মোট চার দফায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে।এমনকি দেশের প্রায় অর্ধেক এলাকায় একসঙ্গেও শৈত্যপ্রবাহ ছিল কয়েক দিন।

চলতি ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ (গত বৃহস্পতিবার) থেকে আবার মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের ১৯ জেলায়।

আরও খবর

Sponsered content