রাজনীতি

সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই-আইনমন্ত্রী,আনিসুল হক

  প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ৩:১২:৫১ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।।আইনমন্ত্রী আনিসুল হক বলেন,সংবিধান অনুযায়ী খালেদা জিয়ার নির্বাচন করার কোনো সুযোগ নেই।পাশাপাশি তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত আসামি,তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না।নৈতিক স্খলনের জন্যে কেউ যদি দুই বছর বা তার বেশি দণ্ডপ্রাপ্ত হন,তবে তিনি নির্বাচন করতে পারবেন না বলেও জানান মন্ত্রী।

রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ল রিপোর্টাস ফোরাম (এলআরএফ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার ১০ বছর পর রাজধানীতে সমাবেশ করেছে জামায়াত। এ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা,নিবন্ধন বাতিল হওয়া সত্ত্বেও জামায়াত কী করে ঢাকায় সমাবেশের অনুমতি পেল।

আইনমন্ত্রী বলেন,রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন না থাকা সত্ত্বেও কেন তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে।

১০ বছর পরে জামায়াতে ইসলামীর মাঠে নামা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমাবেশের অনুমতি দিয়ে থাকে।উনারা কী বিবেচনায় দিয়েছেন,আমার মনে হয় এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষকে প্রশ্ন করলে ভালো হবে।

আরও খবর

Sponsered content