শিক্ষা

আগামী ২৫ জানুয়ারি থেকে বুয়েটে ভর্তি আবেদন শুরু হবে

  প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৪ , ৩:৫৩:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির চূড়ান্ত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ মার্চ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।বুধবার (১০ জানুয়ারি) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভা সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষ্যে বুয়েটের চূড়ান্ত পরীক্ষার সময় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।আগামী ২৫ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হবে।চলতি সপ্তাহে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।এছাড়া আগামী শনিবার অথবা রবিবার পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়টি জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সদস্য বুধবার সন্ধ্যায় বলেন, ‘বুয়েটে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।আর চূড়ান্ত পরীক্ষা হবে ৯ মার্চ।এছাড়া ভর্তি আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি থেকে।আমাদের আজকের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে।’

জানা গেছে,এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে।প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে।

আরও খবর

Sponsered content

আরও খবর: শিক্ষা

রাবির শিক্ষার্থীকে ঘুম থেকে তুলে ছাত্রলীগের নেতা–কর্মীরা আসন থেকে বিছানাপত্র নামিয়ে দেন

ডরোথি জিন টিলম্যান মাত্র ১৭ বছর বয়সে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন

অবশেষে মেধাবী ছাত্রী সিনথিয়ার মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন-ইউএনও,ফারিহা তানজিন

এসএসসি পরীক্ষায় কেন্দ্রে শুয়ে-বসে লিখে জিপিএ-৫ পাওয়া আরিফা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, স্বপ্ন ডাক্তার হবেন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি পাঠানো হয়েছে

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু