জাতীয়

আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য: খালেদা জিয়ার মৃত্যুর দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের

  প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১১:২৪:৩২ প্রিন্ট সংস্করণ

আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য: খালেদা জিয়ার মৃত্যুর দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের

নিজস্ব প্রতিবেদক।।আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন **বেগম খালেদা জিয়ার অসুস্থ হয়ে মৃত্যুর পেছনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে।

মঙ্গলবার দুপুরে যমুনা মিডিয়ায় ব্রিফিংকালে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার মিসেস জিয়াকে “অন্যায়ভাবে গ্রেফতার করে সাজা দিয়েছে”।

তিনি আরও বলেন,”সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে,বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে,সেটা সম্পূর্ণ রংলী,উদ্দেশ্যপ্রণোদিত ও জিঘাংসাপ্রসূত ছিল।জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল,আমরা হয়তো এত তাড়াতাড়ি তাঁকে হারাতাম না।আমি ব্যক্তিগতভাবে মনে করি,এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তাঁর সরকার, অবশ্যই দায়ী।”

আরও খবর

Sponsered content