প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ৩:৪৬:৩১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে ডলারের বাজার মূল্য নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পালনে ডলারের মূল্য বাজারের ওপর ছাড় দেওয়া হয়েছে।পূর্বে ডলারের বিনিময় মূল্য নির্ধারণের জন্য ক্রলিং পেগ পদ্ধতি ব্যবহার করা হচ্ছিল,যা এখন বাতিল করা হয়েছে এবং ডলারের মূল্য প্রতিদিনের বাজারের ওপর নির্ভর করবে।
এই নতুন পদ্ধতির আওতায়, ডলারের বাজারমূল্য দিনে দুইবার প্রকাশ করা হবে — সকাল ১১টা এবং বিকেল ৫টায়। ব্যাংক নির্বাহীরা মনে করছেন,এই পদক্ষেপটি বাজারের জন্য ইতিবাচক হবে এবং এর মাধ্যমে ডলার সংক্রান্ত অস্থিরতা কমবে।
১৪ জানুয়ারি ২০২৪-এ, নতুন পদ্ধতির আওতায় ডলারের সকাল ১১টার মূল্য ছিল ১২১ টাকা ৯৩ পয়সা,যা বিকেল পর্যন্ত কিছুটা কমে যায়।তবে খোলা বাজারে এখনো ডলার প্রতি ৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে,যা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়।
বাংলাদেশ ব্যাংক সতর্ক করে জানিয়েছে,যদি ডলারের বাজারমূল্যে কোনো অনিয়ম দেখা যায়,তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।ব্যাংকগুলো নতুন নিয়ম অনুযায়ী ডলারের কেনা-বেচা করবে এবং তারা আশা করছে যে,এই পদক্ষেপ বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করবে।
এই পরিবর্তনটি মূলত দেশে ডলারের অস্থিরতা এবং মুদ্রার বাজারে দীর্ঘদিন ধরে চলা সংকটের সমাধান হিসেবে আনা হয়েছে।বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা আশা করছে,এই পরিবর্তন দেশীয় মুদ্রার স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনৈতিক ভারসাম্য ঠিক রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।